দামেস্ক: সিরিয়ার বিদ্রোহীদের হাতে দুই হাজার সৈনিক নিহত হয়েছে বলে দাবি করছে সিরিয়া সরকার। আরব লীগ টিম মানবতার বিরুদ্ধে অপরাধ তদন্তে সিরিয়ার যাওয়ার প্রস্তুতিকালেই এমন দাবি জানালো সিরিয়া সরকার।
এদিকে জাতিসংঘ দাবি করছে, সিরিয়ার গত কয়েক মাসে অন্তত পাঁচ হাজার প্রতিবাদকারী নিহত হয়েছে সরকারি বাহিনীর হামলায়।
তবে জাতিসংঘের এই দাবিকে উড়িয়ে দিয়ে প্রেসিডেন্ট আসাদ দাবি করে, সরকার বিরোধী সন্ত্রাসীদের হাতে দুই হাজার সৈনিক নিহত হয়েছে। একই সঙ্গে তারা দেশকে এক অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চাইছে বলেও তিনি দাবি করেন।
সিরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং হিউম্যান রাইটস কাউন্সিলে এ দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছে। তবে তাদের দাবির পেছনে শক্তিশালী কোনো তথ্য পেশ করতে পারেনি তারা।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১