ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের রিপোর্ট প্রত্যাখ্যান পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, ডিসেম্বর ২৩, ২০১১
যুক্তরাষ্ট্রের রিপোর্ট প্রত্যাখ্যান পাকিস্তানের

ইসলামাবাদ: পাকিস্তানি সৈন্য হত্যায় যুক্তরাষ্ট্রের করা রিপোর্ট প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। গত মাসে আফগান-পাকিস্তান সীমান্তে ন্যাটোর ড্রোন হামলায় ২৪ জন পাকিস্তানি সৈন্য মারা যায়।



রিপোর্টে বলা হয়, দুই পক্ষেরই দোষ আছে এই ঘটনায়। মাঠ পর্যায়ে পাকিস্তানি সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যকার দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ওই রিপোর্টে বলা হয়।

তবে রিপোর্টের ব্যাপারে পাকিস্তানি সেনাবাহিনী জানায়, ‘সংক্ষিপ্ত এবং দুর্বল প্রমাণাদির মাধ্যমে এই রিপোর্ট করা হয়েছে। ’

এক সংক্ষিপ্ত বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, যুক্তরাষ্ট্র যে রিপোর্ট দিয়েছে তা গ্রহনযোগ্য নয়। আমরা আরও বিশদ রিপোর্ট আশা করেছিলাম। এটাতো সংবাদমাধ্যমকে দেওয়া রিপোর্ট ।
 
রিপোর্টটিতে ২৬ নভেম্বরের ঘটনাকে গভীর দু:খজনক এবং মূল্যবান জীবনের ক্ষতি বলে অভিহিত করা হয়েছে।
 
পেন্টাগন থেকে এক সংবাদ বিবৃতিতে মুখপাত্র জর্জ লিটল বলেন, ‘এতগুলো জীবনের ক্ষতির জন্য এবং অপর্যাপ্ত যোগাযোগের কারণে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। আর এতগুলো জীবনের ক্ষতিতে আমরা গভীর দু:খ প্রকাশ করছি। এছাড়াও আমরা পাকিস্তানি জনগণ এবং পাকিস্তান সরকারের কাছে শোক প্রকাশ করছি। ’

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।