ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এখনও সহস্রাধিক নিখোঁজ ফিলিপাইনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, ডিসেম্বর ২৩, ২০১১
এখনও সহস্রাধিক নিখোঁজ ফিলিপাইনে

মিন্দানাও: বিধ্বংসী টাইফুন ওয়াশির কারণে এখনও সহস্রাধিক মানুষ নিখোঁজ রয়েছে ফিলিপাইনে। গত শনিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আঘাত হানে এই প্রলয়ংকরী টাইফুন।


 
ক্যাগান দি ওরো এবং ইলিগান শহর দুটি পুরোপুরি ডুবে গেছে সমুদ্রের পানিতে।
 
এর অাগে অবশ্য ফিলিপাইন কর্তৃপক্ষ নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা বলেছিল মাত্র ৫১ জন। কিন্তু  সম্প্রতি তারা নতুন এক সংখ্যার কথা জানান। এই নিখোঁজের সংখ্যা মোতাবেক এখনও নিখোঁজ রয়েছেন এক হাজার ৭৯ জন মানুষ।
 
তবে কর্তৃপক্ষ এও জানায়, নিখোঁজের এই সংখ্যাও সঠিক করে বলা যাচ্ছে না। কারণ যতই সময় যাচ্ছে আরও নিখোঁজ মানুষের কথা শোনা যাচ্ছে। নিখোঁজ মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।
 
শনিবারের টাইফুনে এ পর্যন্ত এক হাজার আশি জন মানুষের মৃত্যু নিশ্চিত হওয়া গিয়েছে। তবে সরকার বলছে, এই টাইফুনের কবলে পড়েছে প্রায় তিন লাখ আটত্রিশ হাজার মানুষ। এছাড়াও দশ হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি হারা মানুষজন এখন বিভিন্ন নিরাপদ ভবনে আশ্রয় নিয়ে আছেন।
 
বিভিন্ন দাতব্য সংস্থাগুলো স্থানীয় মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসেছ। জাতিসংঘ ইতোমধ্যেই প্রায় ২৯ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা ঘোষণা করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।