ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দামেস্কে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, ডিসেম্বর ২৩, ২০১১
দামেস্কে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩০

দামেস্ক: সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সিরিয়ার রাজধানী দামেস্কতে শুক্রবার দু’টি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।



সিরিয়ার কর্তৃপক্ষ এই হতাহতের খবর নিশ্চিত করেছে।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

শুক্রবার জুমার নামাজের পর বিরোধীরা বিক্ষোভ র‌্যালি করার আয়োজন করছিল এমন সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবরে আরও জানানো হচ্ছে, প্রাথমিক তদন্তে এই হামলার জন্য আল কায়েদার সশস্ত্র গ্রুপ এর জন্য দায়ী বলে ধারণা করা হচ্ছে। গ্রুপটি দামেস্কের কেফার সুসা জেলার গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থার ভবনগুলো টার্গেট করেছিল।

হামলায় বেসামরিকসহ সেনা সদস্যরাও নিহত হয়েছে বলে  জানা যাচ্ছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে মৃতদেহ তোলা হচ্ছে। আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরিয়াতে গত মার্চ থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।   এই সুযোগে কিছু সন্ত্রাসী গ্রুপও দেশটিতে তৎপর হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।