মস্কো: রাশিয়ায় পুতিন বিরোধীরা দেশব্যাপী নতুন গণবিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। আগামী শনিবার এই গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে প্রতিবাদকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে ডিসেম্বরের ১০ তারিখ প্রায় আশি হাজার মানুষ সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুতিনের বিরুদ্ধে বিক্ষাভ প্রদর্শণ করে।
১৯৯০ সালের পর রাশিয়াতে এটাই সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা। সংসদীয় নির্বাচনে ইউনাইটেড রাশিয়া কারচুপি করেছে বলে অভিযোগ আনে প্রতিবাদকারীরা।
গত ১০ তারিখে সফল প্রতিবাদ সভা করার পর প্রতিবাদকারীরা আগামী বিক্ষোভ সমাবেশের ব্যাপারে বেশ আশাবাদী। মস্কোর শাখারভ এ্যাভিনিউতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইতোমধ্যেই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য চল্লিশ হাজার মানুষ সম্মতি জানিয়েছেন। এছাড়াও রাশিয়ার বিভিন্ন প্রান্ত থেকেও এই কর্মসূচীতে অংশগ্রহন করতে মানুষ আসবে বলেও জানায় প্রতিবাদকারীরা।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ রাজনৈতিক ব্যবস্থার সমন্বিত পুনর্গঠনের প্রস্তাব দেন। তার প্রস্তাবের মধ্যে ছিল গভর্নর নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বিষয়সমূহ। তার এই প্রস্তাবের বিরোধীতা করেই প্রতিবাদকারীরা এই সমাবেশের আয়োজন করেছে।
এর আগের সপ্তাহে একই প্রস্তাবসমূহ দিয়েছিল ভ্লাদিমির পুতিন। কিন্তু প্রতিবাদকারীদের নেতারা এই দুই জনের প্রস্তাব নাকচ করে দেন। একই সঙ্গে নতুন করে নির্বাচন দাবি করেন তারা।
প্রতিবাদকারীদের নেতা ভ্লাদিমির রায়েজকভ একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানায়, ‘মানুষ দোষি ব্যক্তিদের শাস্তি চায়। ’
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১