সিঙ্গাপুর সিটি: চাহিদা অনুযায়ী সরবরাহ ঘাটতির কারণে গত নভেম্বরে সিঙ্গাপুরে ইলেকট্রনিক্স কারখানারগুলোর উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে।
সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি বছরে শিল্প কারখানাগুলোর উৎপাদন কমেছে ৯ দশমিক ৬ শতাংশ এবং ইলেকট্রনিক্স সামগ্রীর উৎপাদন কমেছে ৩০ দশমিক ১ শতাংশ।
সম্প্রতি থাইল্যান্ডে ভয়াবহ বন্যার কারণে যন্ত্রাংশ সরবরাহে বিঘ্ন, ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কট এবং যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক্স সামগ্রীর চাহিদা কমে যাওয়ায় এই অবস্থা হয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, এই অবস্থা আরো কিছুদিন চলতে পারে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১