কিনশাসা: কঙ্গোর প্রধান বিরোধী নেতার স্বঘোষিত অভিষেক অনুষ্ঠানস্থল অবরোধ করে রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিরোধী নেতা এতিয়েনি শিসেকেডি নিজেকে নির্বাচিত দাবি করে শপথ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
মধ্যআফ্রিকার সংঘাতপূর্ণ দেশ কঙ্গো প্রজাতন্ত্রের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জোসেফ কাবিলাকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। গত মঙ্গলবার প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথও নিয়েছেন তিনি।
তবে বিতর্কিত এই নির্বাচনে দেশটির প্রধান বিরোধী নেতা এতিয়েনি শিসেকেডিও নিজেকে বিজয়ী বলে দাবি করে নিজেকে কঙ্গোর প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। রাজধানী কিনশাসার একটি স্টেডিয়ামে শুক্রবার আনুষ্ঠানিক শপথ নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
এই শপথ অনুষ্ঠান প্রতিহত করতে কাবিলা সরকার স্টেডিয়ামের চারপাশে ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করেছে।
তবে শিসেকেডির একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাদের নেতা যে কোনও মূল্যে শপথ অনুষ্ঠান করতে চান।
উল্লেখ্য, কঙ্গোর সুপ্রিমকোর্ট প্রেসিডেন্ট হিসেবে জোসেফ কাবিলাকে বিজয়ী ঘোষণা করেছে। আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী তিনি ৪৯ শতাংশ ভোট পান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এতিয়েনি শিসেকেডি পান ৩২ শতাংশ ভোট।
গত নভেম্বরে অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে পশ্চিমা পর্যবেক্ষকরা। কিন্তু আফ্রিকান ইউনিয়নের সর্মথনপুষ্ট নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে ঘোষণা দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার গ্রুপ হিউমান রাইটস ওয়াচ জানায়, কঙ্গোতে নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত পুলিশের হাতে কমপক্ষে ২৪ জন বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১