ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, ডিসেম্বর ২৩, ২০১১
চীনে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ

বেইজিং: চীনে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভরত জনতার ওপর টিয়ার গ্যাস মেরে ছত্রভঙ্গ করে দিয়েছে স্থানীয় পুলিশ।

দক্ষিণ চীনের হেইমেন শহরের জনগণ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে  গত সপ্তাহেও বিক্ষোভ দেখায় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ।



সংবাদ মাধ্যম জানায়, কর্তৃপক্ষ এলাকাবাসীর দাবি মেনে বিদ্যুৎকেন্দ্র স্থাপন স্থগিত করে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে। তবে শহরবাসীর ক্ষোভ এতে প্রশমিত হয়নি। তারা এই পরিকল্পনা সম্পূর্ণভাবে বাতিল করার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে।

মূলত ওই এলাকায়  এক কিলোমিটারের মধ্যে দু’টি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে জনগণ অবস্থান নিয়েছে।

ব্যাপকভাবে শিল্পায়িত সমাজতান্ত্রিক চীনের অন্যতম শিল্পসমৃদ্ধ এই এলাকার মানুষ  এমনিতেই বায়ু দূষণজনিত স্বাস্থ্যগত সমস্যায় ভুগছে। তার ওপর সেখানে নতুন করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলে তা স্বাস্থ্যের ওপর বিরুপ প্রভাব ফেলবে বলে সরকারের এই সিদ্ধান্তে স্থানীয়দের আপত্তি।

বিক্ষোভ দমন করার জন্য শুক্রবার স্থানীয় দাঙ্গাপুলিশ শহরের প্রবেশদ্বার বন্ধ করে দেয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

প্রসঙ্গত, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের এক লাখ ২০ হাজার জনগোষ্ঠী অধ্যুষিত উপকূলীয় শহর হেইমেন বহুল আলোচিত ওয়াকুন গ্রাম থেকে ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

মাত্র ১০ দিন আগেও ওয়াকুন গ্রামবাসীরা সরকারের ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করে আলোচিত হয়েছে। অবশ্য পরে প্রাদেশিক সরকার তাদের দাবি মেনে নেয়।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।