ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

২৯০০ বন্দীকে মুক্তি দেবে কিউবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, ডিসেম্বর ২৪, ২০১১
২৯০০ বন্দীকে মুক্তি দেবে কিউবা

হাভানা: কিউবা তার দেশের ২৯০০ বন্দীকে ক্ষমা করে দিচ্ছে। শুক্রবার কিউবা সরকারের পক্ষ থেকে এতথ্য জানানো হয়।

তবে এই বন্দীদের মধ্যে নেই মার্কিন সহকারী প্রকৌশলী অ্যালেন গ্রস।

কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো জানান, ‘বন্দীদের পরিবার এবং আত্মীয় স্বজনদের ব্যাপক অনুরোধের প্রেক্ষিতে তাদের মুক্তি দেওয়া হচ্ছে। ’

বন্দীদের মধ্যে অনেকেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়াও অনেকেই আছেন যারা অসুস্থ, নারী এবং তরুন। তবে গোয়েন্দাবৃত্তি, সন্ত্রাসবাদ, হত্যা এবং মাদক পাচারের কারণে যাদের জেল হাজাতে রাখা হয়েছে তাদের মুক্তি দেওয়া হচ্ছে না।

কিউবার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থায় বলা হয়, ‘যারা মুক্তি পাচ্ছেন তারা তাদের জেল হাজতের সময়সীমায় কোনো প্রকার আইন লঙ্ঘন করেনি। উপরন্তু তারা ভালো ব্যবহারই করেছে। তাই তাদেরকে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই মুক্তি দেওয়া হচ্ছে।
 
তবে যুক্তরাষ্ট্রের আগ্রহ ছিল কিউবা মার্কিন প্রকৌশলী গ্রসকে মুক্তি দেওয়ার ব্যাপারে। ২০০৯ সালের ডিসেম্বরে গ্রসকে গ্রেপ্তার করে কিউবা। বাহির থেকে স্যাটেলাইট সরঞ্জাম আনার জন্য এবং দেশত্যাগী বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তাকে ১৫ বছরের জেল দেওয়া হয়।
 
র‍াউল ক্যাস্ত্রো আরও বলেন, ‘মোট ২৫টি দেশের ৮৬জন এই মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।