ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তিউনিশিয়ায় সেক্যুলারিজমের কোনো প্রয়োজন নেই: ঘানুচ্চি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, ডিসেম্বর ২৪, ২০১১
তিউনিশিয়ায় সেক্যুলারিজমের কোনো প্রয়োজন নেই: ঘানুচ্চি

নাদা: তিউনিশিয়ায় ইসলামপন্থী এন্নাহদা পার্টির নেতা ঘানুচ্চি বলেন, তিউনিশিয়ায় সেক্যুলারিজমের কোনো প্রয়োজন নেই। পাশ্বর্বর্তী দেশ তুরস্ক আমাদের সামনে বড় উদাহরণ বলেও তিনি জানান।



সম্প্রতি তুরস্কের জনপ্রিয় সংবাদপত্র হুরিয়েট ডেইলি নিউজকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘তিউনিশিয়ার এখন উন্নয়ন দরকার । আর দরকার গণতন্ত্র। আমরা বিশ্বাস করি ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে ও ইসলাম এবং আধুনিকতার মধ্যে সামঞ্জস্যতা রয়েছে। সুতরাং আমাদের জন্য সেক্যুলারিজমের কোনো প্রয়োজন নেই। ’

নির্বাচন পরবর্তী দুই মাস পর এই প্রথমবারের মতো ঘানুচ্চি তুরস্কে সফর করলেন। গতকাল তিনি তুরস্কের রাজধানী ইস্তামবুলে প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে দেখা করেন।

এরদোগানের সঙ্গে এক ঘণ্টাব্যাপী আলোচনা পরবর্তীতে ঘানুচ্চি বলেন, ‘আমরা তুরস্কের কাছ থেকে অনেক কিছু পাবো বলে আশা করি। পারস্পরিক সাহায্য সহেযাগিতা এবং সম্প্রীতির মাধ্যমে আমাদের সম্পর্ক দিন দিন ভালো হবে। আমরা অনেক কিছুই নিজেদের মধ্যে আদান-প্রদান করি। আশা করি মাঠপর্যায়ে এই সম্পর্ক আরও বৃদ্ধি হবে। ’

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।