ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ক্যু পরিকল্পনার কথা বাতিল করে দিলেন কায়ানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, ডিসেম্বর ২৪, ২০১১
ক্যু পরিকল্পনার কথা বাতিল করে দিলেন কায়ানি

ইসলামাবাদ: পাকিস্তান সেনাবাহিনীতে ক্যু পরিকল্পনার কথা অস্বীকার করলেন সেনাপ্রধান আশফাক পারভেজ ‍কায়ানি। শুক্রবার তিনি এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি পাকিস্তানের গণতান্ত্রিক পথের যাত্রাকে সমর্থন দিয়ে যাবেন বলেও জানান।

সম্প্রতি পাকিস্তান পিপলস পার্টি এবং সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ে। আর এ অবস্থায় প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিপরীতে ত‍াই কায়ানি এ বক্তব্য দেন।
 
গিলানি সতর্কতা জানিয়ে বলেন, ‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ’

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকায় কয়েকদিন আগেই কায়ানির বক্তব্য সম্বলিত কিছু হ্যান্ডআউট ছড়িয়ে পরে। সেই হ্যান্ডআউটে বলা হয়, সেনাবাহিনী ক্ষমতা দখল করছে এরকম সকল সম্ভাবনা বাতিল করে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী সম্পূর্ণভাবে সংবিধান এবং দেশের আইন মেনে দায়িত্বের সহিত কাজ করে যাচ্ছে। ’

সেনাবাহিনী প্রধান আরও বলেন, ‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। কেউ হয়তো মূল ঘটনা থেকে দৃষ্টি সড়িয়ে নেওয়ার জন্য এরকম গুজবের জন্ম দিচ্ছে। ’

কায়ানি এবং আইএসআই প্রধান লেফট্যানেন্ট জেনারেল পাশা দুজনেই ওই বিতর্কিত মেমোর উৎস অনুসন্ধানের আবেদন জানিয়েছেন। গত অক্টোবর থেকেই ওই মেমোর কারণে দেশটিতে রাজনৈতিক ঝড় বিরাজ করছে। যার কারণে সরকারও সম্পূর্ণ বিরোধী অবস্থানে চলে যায় সেনাবাহিনীর।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।