ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘পুতিনের সময় শেষ হয়ে এসেছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, ডিসেম্বর ২৪, ২০১১
‘পুতিনের সময় শেষ হয়ে এসেছে’

মস্কো: ভ্লাদিমির পুতিনের সময় শেষ হয়ে এসেছে বলে জানালেন প্রতিবাদকারীদের নেতা অ্যালেক্সি নাভালনি। শনিবারের  গণ বিক্ষোভে দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রায় দশ লাখ মানুষ অংশগ্রহণ করবে বলেও তিনি জানান।


নাভালনি একজন দুর্নীতি বিরোধী ব্লগার। শনিবার রাশিয়ার ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ব্যাপক জনসংযোগ করে যাচ্ছেন তিনি।
 
তিনি বলেন, ‘আমি একেবারেই নিশ্চিত যে শনিবারের ৠালিতে দশ লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করবে। আমি মানুষদের মানসিক অবস্থা দেখেছি। শাসক গোষ্ঠি প্রায় দশ লাখ ভোট কারচুপি করেছে। আর এটা শুধুমাত্র মস্কোতেই। আমি মনে করি এই মানুষগুলো সত্যিকারেই অসন্তুষ্ট। আর তাই তারা তাদের অধিকারের প্রশ্নে প্রতিবাদে অংশগ্রহণ করবে। ’

নাভালনি মাত্র কয়েকদিন আগেই ১৫ দিনের কারাবাস শেষ করে মুক্ত হয়েছেন। প্রতিবাদ শুরু হওয়ার প্রক্কালেই তাকে পুলিশ গ্রেপ্তার করে। রাশিয়ার প্রতিবাদ কর্মসূচী সফর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্টারনেট। দুর্নীতি এবং ভোট জালিয়াতির বিরুদ্ধে রাশিয়ার চল্লিশ হাজার মানুষ ইন্টারনেটে প্রতিবাদের প্রতি সংহতি জানায়।

তবে প্রতিবাদকারীদের অন্যান্য নেতারা জানায়, শনিবারের প্রতিবাদে অন্তত প‍ঞ্চাশ হাজার মানুষ জমায়েত হবে।
 
নাভালনি আরও জানায়, ‘আলোচনার পর আলোচনা হচ্ছে। একদিন মানুষ রাস্তায় বের হয়ে আসবে। আর তখন তারা কোনো ভাবেই ঘরে ফিরবে না। এটা শুধুমাত্র একটা ঘটনা। দাবি অ‍াদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। ’

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।