ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিউলবাসীর প্রতি কিমের শেষ উপহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, ডিসেম্বর ২৪, ২০১১
সিউলবাসীর প্রতি কিমের শেষ উপহার

সিউল: উত্তর কোরিয় সদ্য প্রয়াত নেতা কিম জং ইলের পক্ষ থেকে সিউলবাসীর জন্য শেষ উপহার পাঠানো হয়েছে। আর এই উপহার হিসেবে পাঠানো হয়েছে মাছ।

সিউলের বাসিন্দাদের ঘরে ঘরে পৌছে দেওয়া হয়েছে এই উপহার।
 
উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানায়, ‘কিম জং ইল পিয়ংইয়ংয়ের মাছের সরবরাহ নিয়ে চিন্তিত ছিলেন। মৃত্যুর একদিন আগেও তিনি ওই বিষয়ে কথা বলে গেছেন। গত ১৭ তারিখ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ’

সংবাদমাধ্যমটি আরও জানায়, ‘কিম জং ইলের সন্তান কিম জং উন নিজ তত্ত্বাবধানে সময়মতো রাজধানীবাসীর কাছে ট্রাকে করে মাছ পৌছে দেওয়ার বিষয়টি দেখেন। এমনকি অন্তেস্ট্রিক্রিয়ার সময়ও তিনি সবকিছু নিজ দায়িত্বে সম্পন্ন করবেন বলে জানা যায়। ’

আগামী ২৮-২৯ ডিসেম্বর উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয়ভাবে কিম জং ইলের অন্তেস্ট্রিক্রিয়া অনুষ্ঠিত হবে।

সবচেয়ে বড় সেনাবাহিনী সমৃদ্ধ দেশটির মূল সমস্যাই হচ্ছে ক্ষুধা এবং অপুষ্টি। আর এই সমস্যাকে কাজে লাগিয়ে কিম জং ইলের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র উ.কোরিয়াকে খাদ্য সহায়তা দেওয়ার প্রস্তাব জানিয়েছে।

জাতিসংঘের এক হিসেব মতে, উত্তর কোরিয়ায় চলতি বছরে স্রেফ অপুষ্টিজনিত রোগেই প‍ঁঞ্চাশ শতাংশ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।