ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় হতাহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, ডিসেম্বর ২৪, ২০১১
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় হতাহত ১৮

ইসলামাবাদ: পাকিস্তানে শনিবার এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৫ সেনাসহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন।

পাকিস্তানের উত্তর- পশ্চিমাঞ্চলীয় সংঘাতপ্রবণ বান্নু শহরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে বান্নু শহরের একটি আধাসামরিক বাহিনীর কার্যালয় ভবনে ঢুকে বিস্ফোরণ ঘটায়। তোচি স্কাউট নামে পরিচিত এই বাহিনী পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে মোতায়েন করা হয়েছে।

একটি সংবাদ মাধ্যমকে স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শফিক জানান, ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।

এদিকে হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হামলার দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি।

বান্নু শহরটি উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে ২৫ মাইল পূর্বে পাক-আফগান সীমান্ত বরাবর অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।