নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে টেকসই পণ্যের চাহিদা প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে।
গত নভেম্বরে কারখানা বা বিপণন প্রতিষ্ঠানগুলোতে টেকসই পণ্যের অর্ডার বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, পরিবহন সরঞ্জামসহ অন্যান্য টেকসই পণ্যের চাহিদা ৭৫০ কোটি থেকে বেড়ে ২০ হাজার ৭শ কোটি ডলারে দাঁড়িয়েছে।
এক হিসাবে দেখা গেছে, পরিবহন সরঞ্জামাদি ছাড়া এ ধরনের পণ্যের অর্ডার বেড়েছে ০.৩ শতাংশ।
পরিবহন সরঞ্জামাদির মধ্যে বিমানের অর্ডার যুক্ত হওয়ায় এই চাহিদা বৃদ্ধির হার এতো বেশি।
নভেম্বরে বিমান প্রস্তুতকারক কোম্পানি বোয়িং ৯৬টি বিমান প্রস্তুতের আদেশ পেয়েছে যা গত ৭ অক্টোবরের চেয়ে অনেক বেশি।
অন্যদিকে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অক্টোবরে উৎপাদন ৫ দশমিক ৯ শতাংশ বেড়ে যাওয়ার পরও তাদের উৎপাদনের আদেশ কমে গেছে ০.৫ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১