ব্রাসিলিয়া: শর্ত ভঙের দায়ে যুক্তরাষ্ট্রের বৃহৎ তেল কোম্পানি শেভরনকে ৫৪ লাখ ডলার জরিমানা করেছে ব্রাজিল।
গত নভেম্বরে খনিতে দুর্ঘটনার পর ব্যবস্থা নিতে গিয়ে পরিবেশ লাইসেন্সের শর্ত ভঙ্গ করার অভিযোগে এই অর্থদণ্ড করল ব্রাজিল সরকার।
ব্রাজিলের পরিবেশবাদী সংগঠন আইবামার অভিযোগ, দুর্ঘটনায় ছিদ্র দিয়ে তেল নির্গমন শুরুর পর শেভরন প্রয়োজনীয় যন্ত্রপাতি আনতে অনেক দেরী করেছে এবং ব্যবস্থা নিয়েছে অনেক ধীর গতিতে। এ কারণে আশপাশের এলাকায় ব্যাপক পরিবেশ বির্পযয় ঘটে।
রিও ডি জেনিরো উপকূলে তেল ছড়িয়ে পড়ার কারণে আইবামা ইতোমধ্যে শেভরনকে ২ কোটি ৮০ লাখ ডলার জরিমানা করেছে।
গত নভেম্বরের দুর্ঘটনায় ব্রাজিলের উপকূলের ফ্রেড তেলক্ষেত্রে ৩৭০ কিলোমিটার এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়ে।
ফ্রেড তেলক্ষেত্রে ৩ হাজার ব্যারেল তেল ছড়ানোর দায়ে শেভরনকে অবশ্য আইন অনুযায়ী ১১শ কোটি ডলার জরিমানার মুখে পড়তে হবে।
এই ঘটনার জন্য এরই মধ্যে ব্রাজিল শেভরন এবং এর ঠিকাদারদের বাদ দিয়েছে।
এ দুর্ঘটনার জন্য দোষ স্বীকার করেছে শেভরন।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১