ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাজস্থানে পাঁচ হাজার ডাক্তারের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, ডিসেম্বর ২৪, ২০১১
রাজস্থানে পাঁচ হাজার ডাক্তারের পদত্যাগ

জয়পুর: ডাক্তারদের ধর্মঘটের কারণে বেশ বেকায়দায় পড়েছে ভারতের রাজস্থানের মেডিক্যাল বিভাগ। শনিবার একসঙ্গে পাঁচ হাজার ডাক্তার পদত্যাগ করার এই সমস্যা আরও ঘনীভূত হয়েছে।


 
হাসপাতালের সকল সরকারি ডাক্তার, ঔষধের দোকানের ডাক্তার, প্রাথমিক স্বাস্থ্য সুবিধা কেন্দ্রের ডাক্তার এবং ছয়টি মেডিক্যাল কলেজের ডাক্তাররা গত ২১ ডিসেম্বর থেকেই ধর্মঘট পালন করছেন।
 
বেসরকারি ডাক্তাররা এবং মেডিক্যাল শিক্ষকরা পর্যন্ত শনিবার তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন ধরেই এইসকল ডাক্তাররা বেতন বাড়ানো এবং পদোন্নতির দাবি জানিয়ে আসছিলো।

অল রাজস্থান ইন-সার্ভিস ডক্টরসদের অ্যাসোসিয়েশনের পক্ষে একজন প্রতিনিধি ওই পাঁচ হাজার ডাক্তারদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন রাজ্যের মেডিক্যাল এবং স্বাস্থ্য অধিদপ্তরে।
 
অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মহেষ শর্মা দাবি জানিয়ে বলেন, ‘অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাক্তার দুর্গা শংকর সৈনি স্বাস্থ্য দপ্তর বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছে। অন্যান্য জেলার ডাক্তাররাও তাদের পদত্যাগ পত্র জেলা নির্বাহী বরাবর জমা দিচ্ছে। ’
 
তিনি অভিযোগ করে বলেন, ‘রাজস্থান এসেনসিয়াল সার্ভিস মেইনটেনেন্স অ্যাক্ট অনুয়ায়ী ধর্মঘটরত ডাক্তারদের গ্রেপ্তার করা হয়েছে। ’

সূত্র মতে, ‘ডাক্তারদের এই ধর্মঘটের কারণে চিকিৎসক না থাকায় যোধপুরে অন্তত পাঁচ জন এবং জয়পুরে একজন মারা গিয়েছে। ’

এছাড়াও শিকার, বিকানের, ভারতপুর জেলাতেও কয়েকজন রোগি মারা গিয়েছে। শর্মা আরও জানায়, ‘এটা খুবই দু:খজনক যে বিভিন্ন জায়গায় মোট ১২জন রোগি মারা গিয়েছে। কিন্তু এসবই হয়েছে রাজ্য সরকারের কারণে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।