আবুজা: নাইজেরিয়ায় সেনাবাহিনীর এবং ইসলামপন্থী বিদ্রোহীদের ভয়াবহ সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে।
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর সঙ্গে ইসলামপন্থী বোকো হারাম যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয় বলে জানায় কর্তৃপক্ষ।
নাইজেরিয়ার ইউবো রাজ্যের আঞ্চলিক রাজধানী দামাটুরুতে বৃহস্পতিবার রাতে ভয়াবহ লড়াই শুরু হয় বলে জানান ইউবোর পুলিশ কমিশনার লওয়াল টাংকো।
এছাড়া দামাটুরুর পশ্চিমে অবস্থিত পটিসকাম এলাকায় সংঘটিত অপর এক সংঘর্ষেও হতাহতের খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে নাইজেরিয়া সেনা বাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল আজুবিকে ইজিরিকা জানান, দীর্ঘ সময় ধরে চলা এ লড়াইয়ে বোকো হারাম যোদ্ধাদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
লড়াইয়ে বোকো হারামের অর্ধশতাধিক যোদ্ধা নিহতের কথা উল্লেখ করে সরকারপক্ষে মাত্র তিন সেনা নিহত হয় বলে তিনি দাবি করেন।
নাইজেরিয়ায় পশ্চিমা সংস্কৃতির বিস্তার বিরোধী ইসলামপন্থী বোকো হারাম যোদ্ধারা মাঝেমাঝেই সরকারী বিভিন্ন অবস্থান এবং নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে হামলা পরিচালনা করে।
পশ্চিমা সংস্কৃতি বিরোধী বোকো হারাম ২০০৯ সালে নাইজেরিয়ার মাইদুগুরিতে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে প্রথম আলোচনায় আসে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১