ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে চলতি বছরে ২৩ হাতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, ডিসেম্বর ২৪, ২০১১
তামিলনাড়ুতে চলতি বছরে ২৩ হাতির মৃত্যু

ইরোদ: ভারতের তামিলনাড়– রাজ্যের ইরোদ জেলায় ২০১১ সালে গড়ে প্রতিদিন দু’টি করে হাতি মারা গেছে।

এগুলোর মধ্যে ২৩টি মারা গেছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে।



এই তথ্য জানিয়েছেন বন বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ইরোদের বন বিভাগের রক্ষক ডি অরুণ বলেন, এখানকার দুটি বন ইরোদ ও সত্যমঙ্গলে প্রায় এক হাজার ২শ টি হাতি রয়েছে। এ বছর এই দুই বনের প্রায় ২৩টি হাতি মারা গেছে।

হাতিগুলোর মধ্যে ৩টি মারা যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, ১৯টি মারা যায় অসুস্থতার কারণে।

হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষার জন্য কৃষকদের উচ্চ ক্ষমতার অবৈধ বৈদ্যুতিক বেড়া দেওয়ার কারণে ৩টি হাতির মৃত্যু হয়।

তবে ঘটনার সঙ্গে জড়িত ৬ জন কৃষককে গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি।

এভাবে হাতির অপমৃত্যু ঠেকাতে সরকার ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। হাতিগুলোর জনবসতিতে ঢুকে পড়া প্রতিরোধ করতে সৌর বিদ্যুতের বেড়ার পাশাপাশি আরো ১ দশমিক ৫১ কোটি টাকা ব্যয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।