মাইদুগুরি: নাইজেরিয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে অন্তত ৭০ জন মানুষ নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ইসলামী জঙ্গিদের সঙ্গে এ সংঘর্ষ হয়েছে বলে জানায় নাইজেরিয়া কর্তৃপক্ষ।
দেশটির সেনাবাহিনী প্রধান লে: জেনারেল আজুবুইকি ইজরিলকা বলেন, ‘সংঘর্ষে ৫০ জন বোকো হারাম জঙ্গি নিহত হয়েছে। দামাতুরু শহরে দীর্ঘসময় ধরে এই বন্দুক যুদ্ধ চলে। ’
অপরদিকে, মাইদুগুরি শহরে অন্তত ১১ জন মানুষ নিহত হয়েছে।
নাইজেরিয়ার এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি প্রায়শই দেশটির নিরাপত্তা বাহিনী এবং রাষ্ট্রায়াত্ব স্থাপনার বিরুদ্ধে হামলা পরিচালনা করে।
আজুবুইকি আরও বলেন, ‘আমাদের সেনাদের হাতে ৫০ জন বোকো হারাম কর্মী নিহত হয়েছে। তারা বেশ ভারি অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। আমাদের প্রশিক্ষিত সেনারাও পাল্টা জবাব দিতে হামলা চালায়। ’
এদিকে ইয়োবে পুলিশ কমিশনার লন তানকো একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য এবং দুইজন সেনা সদস্য নিহত হয়েছে। ’
প্রত্যক্ষদর্শীদের একজন জানায়, ‘দামাতুরু শহরে কয়েক ঘণ্টা ধরেই বোমা এবং গুলির আওয়াজ শোনা যাচ্ছিল।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১