ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মোশারফ-কায়ানি জানতেন লাদেন কোথায় লুকিয়ে আছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, ডিসেম্বর ২৫, ২০১১
মোশারফ-কায়ানি জানতেন লাদেন কোথায় লুকিয়ে আছেন

ওয়াশিংটন: পাকিস্তানের ‍সাবেক সেনাপ্রধান পারভেজ মোশারফ এবং বর্তমান সেনাপ্রধান কায়ানি জানতেন লাদেন কোথায় লুকিয়ে আছেন। সম্প্রতি দেশটির সাবেক সেনাপ্রধান জিয়াউদ্দিন বাট এক নিবন্ধে এমন মন্তব্য করেছেন।


 
জেমসটাউন ফাউন্ডেশনের ওয়েবসাইটের এক নিবন্ধে তিনি সমালোচনা করে বলেন, ‘ঘটনার আলামত এবং বিবরন দেখলেই অনেক কিছু বোঝা যায়। পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে মোশারফ এবং কায়ানি জানতেন কোথায় লুকিয়ে আছেন ওসামা বিন লাদেন। ’
 
জিয়াউদ্দিন বাট অবশ্য এর আগেও এই অভিযোগ তোলেন পাকিস্তান সেনাবাহিনীর ওপর। গত অক্টোবরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে গোয়েন্দা বিভাগের নিজস্ব সেফ হাউজে রাখা হয়েছিল। আর একথা অনেকেই জানতেন। তবে লাদেনের ঠিকানা আইএসআই সিআইএ-কে দিয়ে সাহায্য করেছে। ’

গত মে মাসের ২ তারিখ ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদের বাড়িতে গুলি করে হত্যা করা হয়। আর এই হত্যা মিশনে অংশগ্রহন করে মার্কিন সিল বাহিনী।
 
ওই নিবন্ধে আরও বলা হয়, ‘ব্রিগেডিয়ার ইজাজ শাহ জেনারেল পারভেজ মোশারফের সঙ্গে আলোচনা করেই লাদেনকে লুকিয়ে রেখেছিলেন। কারণ ইজাজ শাহ ছিলেন জেনারেল মোশারফের সময়ের সবচেয়ে ক্ষমতাধর সেনাব্যক্তিত্ব। ’

উল্লেখ্য, জিয়াদ্দিন বাট সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আমলে আইএসআই প্রধান ছিলেন। নওয়াজ শরীফ জেনারেল পারভেজ মোশারফকে জোর করে সরিয়ে দিয়ে তাকে পদোন্নতি দিয়ে সেনাপ্রধান বানান। কিন্তু তিনি সেনাপ্রধান হওয়ার পর ১৯৯৯ সালের ১২ অক্টোবর সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বিদ্রোহ করেন।

পরবর্তীতে পারভেজ মোশারফ এক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির রাষ্ট্র ক্ষমতা দখল করেন। ২০০৮ সালে দেশে ব্যাপক গণবিক্ষোভের মুখে তিনি ক্ষমতা ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।