ইসলামাবাদ: পাকিস্তানের তথ্যমন্ত্রী ফেরদৌস আশিক আওয়ান রোববার পদত্যাগ করেছেন। পদত্যাগের কোনো কারণ না দেখিয়েই তিনি হঠ্যাৎ করেই পদত্যাগ পত্র জমা দেন।
রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে তিনি তার পদত্যাগ পত্র পাঠ করে শোনান। এসময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি যখন আপনার সঙ্গে কাজ করতে আসি তখন ভাবতেই পারিনি যে আমি মন্ত্রীসভার সদস্য হিসেবে কাজ করতে পারবো। আপনার অনুমতি নিয়েই আমি আজ অামার পদত্যাগ পত্র জমা দিচ্ছি। ’
তবে টেলিভিশনে বক্তৃতা দানকালে আশওয়ান তার পদত্যাগের কারণ সম্পর্কে কোনো কিছুই বলেননি।
আওয়ান গিলানিকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আশি বিশ্বাস করি আপনার নেতৃত্বে এবং প্রেসিডেন্টের অংশীদারিত্বের ফলে আমরা অনেক দূর এগিয়ে যাবো। ’
গত ২০০৮ সাল থেকেই তিনি দেশটির তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। একই সঙ্গে পাকিস্তান পিপলস পার্টির প্রথম সারির নেতা তিনি।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১