হাভানা: কিউবার পূর্ব উপকূলে এক নৌকাডুবিতে ৩৮জন হাইতি শরণার্থী নিহত হয়েছে। নৌকাডুবি স্থান থেকে আরও ৮৭জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় কিউবার তথ্য অধিদপ্তর থেকে।
তথ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, ‘কিউবার সিভিল ডিফেন্স বাহিনী শনিবার ওই নৌকাডুবিতে আক্রান্ত মানুষদের উদ্ধার করে। এদের মধ্যে চারজন শিশুও রয়েছে। আরও নৌকা আরোহীদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলছে। ’
হাভানা থেকে ৫৯০ মাইল দুরে গুয়ানতানামো প্রদেশের উপকূলে এই ঘটনা ঘটে। এই প্রদেশটি মার্কিন নৌবাহিনীর ঘাটি।
তবে হাইতিরা কোথায় যাচ্ছিলেন তা স্পষ্ট নয়। যদিও কিউবা তাদের ঠিকানা ছিল না। নিহতদের মধ্যে ২১জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘন্টা, ডিসেম্বর ২৫, ২০১১