ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নিরাপত্তা বাহিনীর হাতে ৩০ আফগান জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, ডিসেম্বর ২৫, ২০১১
নিরাপত্তা বাহিনীর হাতে ৩০ আফগান জঙ্গি নিহত

কাবুল: আফগান নিরাপত্তা বাহিনীর হাতে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ খবরের সতত্যা নিশ্চিত কর‍া হয়েছে।


 
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘সেনাবাহিনী, পুলিশ এবং ন্যাটো বাহিনী সম্মিলিতভাবে চব্বিশ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে। মোট ১১টি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সাতজন জঙ্গিকে আটক করে যৌথ বাহিনী। ’
 
রোববারের বিবৃতিতে আরও বলা হয়, জঙ্গিরা সবাই ছিল স্বশস্ত্র। অভিযান চলাকালে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 
তবে ন্যাটোর ভিন্ন বিবৃতিতে পাওয়া যায় ভিন্ন চিত্র। ন্যাটো জানায়, নাহার ই সারাজ জেলায় অভিযান পরিচালনাকালে ন্যাটোর একটি হেলিকপ্টার ভূপাতিত হয়। নাহার ই সারাজ হেলমন্দ প্রদেশের একটি জেলা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।