ভ্যাটিকান: রোমান ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট বড়দিনকে বাণিজ্যিকীকরণ পরিহার করে এর আধ্যাত্মিক তাৎপর্য অনুধাবনের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।
খ্রিস্টান সম্প্রদায়ের সবচে বড় উৎসব বড়দিন ধর্মীয় গাম্ভীর্য থেকে সরে গিয়ে ভোগবাদী হয়ে উঠার প্রবণতায় দুঃখ প্রকাশ করেছেন পোপ বেনেডিক্ট।
ঐতিহ্যবাহী ধর্মীয় প্রথা অনুযায়ী পোপ বড়দিনের প্রধান উৎসব ক্রিস্টমাস ইভ মাস উপলক্ষে গত শনিবার ভ্যাটিকানের ঐতিহ্যবাহী সেন্ট পিটারস ব্যাসিলিকা চার্চে সমবেত জনতার সামনে উপস্থিত হন। উরবি এট অরবি ( এই শহর এবং বিশ্বের) প্রতি ভাষণ দেন এবং সমবেত জনতাকে আশীর্বাদ করেন।
এদিন প্রায় ১০ হাজার মানুষ এখানে উপস্থিত হয়।
ভোগবাদ ত্যাগ করে যিশুর মহান জন্মের প্রকৃত তাৎপর্য পুনরাবিষ্কার করার জন্য খ্রিস্টান ধর্মে বিশ্বাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
ব্যাসিলিকা চার্চের মূল অলিন্দে দাঁড়িয়ে জনতাকে করার সময় পোপ সারা বিশ্বের অত্যাচারী এবং যুদ্ধবাজদের নিন্দা করে বলেন, ‘এদের বিরুদ্ধে অবশেষে যিশুই জয়ী হবেন। ’
বড়দিনে যিশুর আধ্যাত্মিক চেতনাকে পুনরাবিষ্কারের মাধ্যমে এই পবিত্র দিনের প্রকৃত মর্ম উপলব্ধি করতে বিশ্বের রোমান ক্যাথলিকদের প্রতি আহ্বান জানান পোপ।
পোপ বলেন, ‘বর্তমানে বড়দিন একটি ভোগবাদী উৎসবে পরিণত হয়েছে যার ঝলমলে আলোয় ঈশ্বরের মহানুভবতার প্রকৃত অর্থ ঢাকা পড়ে গেছে। ’
বিশ্বজুড়ে যতো মানুষ দারিদ্র্য এবং দুর্দশাগ্রস্ত বড়দিনের উৎসবে তাদের ভুলে না যাওয়ার জন্য খ্রিষ্টানদের প্রতি আহ্বান জানান পোপ।
বর্তমান পৃথিবীর বিভিন্ন সমস্যার সমাধান খোঁজার জন্য আবারও যিশুর বিশ্বাসকে নতুন করে আবিষ্কার করার ওপর জোর দেন পোপ।
এর আগে গত বৃহস্পতিবার ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বছর-সমাপনী বৈঠকে পোপ ইউরোপের আর্থিক সঙ্কটকে মূলত নৈতিক সঙ্কট বলে অভিহিত করেন।
রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু জার্মান বংশোদ্ভুত ৮৪ বছর বয়সী এই যাজক তার যাজকত্বের সপ্তম বড়দিন উৎসব উদযাপন করছেন ।
ভ্যাটিকান কেন্দ্রিক বিশ্বের রোমান ক্যাথলিক খ্রিষ্টান ধর্ম অনুসারী মানুষের সংখ্যা বিশ্বজুড়ে শতকোটির ওপর।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১