ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রুশ উপগ্রহ আছড়ে পড়ল বাড়ির ছাদে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, ডিসেম্বর ২৫, ২০১১
রুশ উপগ্রহ আছড়ে পড়ল বাড়ির ছাদে

মস্কো: রাশিয়ার একটি যোগাযোগ উপগ্রহের ধ্বংসাবশেষ সাইবেরিয়ার শহর তবোলস্কে আছড়ে পড়েছে। একটি বাড়ির ছাড়ে পড়লে বাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।

তবে বাড়ির  বাসিন্দা অলৌকিকভাবে বেঁচে গেছেন। ছাদে পড়ার মাত্র কয়েক মিনিট আগে তিনি বাইরে যান।

রুশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাশিয়ার উত্তরাঞ্চলে প্লেসেৎস্ক মহাকাশ কেন্দ্র থেকে একটি ভূ-স্থির উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। সয়ুজ-২ রকেটে করে উপগ্রহটি উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই সাইবেরিয়ার তবোলস্ক শহরের আকাশে বিধ্বস্ত হয়।

নভোসিবিরস্ক শহর থেকে ১০০ কিলোমিটারের মধ্যে উপগ্রহের আটটি খণ্ড পাওয়া গেছে। এর মধ্যে টাইটেনিয়াম ধাতু নির্মিত ৫ কেজি ওজনের একটি খণ্ডাংশ অরদিন জেলার একটি বাড়ির ছাদে আছড়ে পড়ে।

বাড়ির মালিক আন্দ্রেই ক্রিভরুকোভ ঘটনার মাত্র কয়েক মিনিট আগে কাঠ সংগহের জন্য বাইরে গিয়েছিলেন বলে বেঁচে গেছেন।

যোগাযোগের ভূ-স্থির উপগ্রহ সামরিক-বেসামরিক উভয় কাজেই ব্যবহার করা হয়। জাহাজ, বিমান এবং উপকূলীয় স্টেশনের মধ্যে যোগাযোগ স্থাপনসহ সাইবেরিয়া এবং রাশিয়ার দূরবর্তী পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে এই ধরনের উপগ্রহ ডিজাইন করা হয়েছে।

রাশিয়ার সয়ুজ-২ রকেটটি আসলে আগের সয়ুজ রকেটের উন্নত সংস্করণ। ১৯৬০ এর দশক থেকে রাশিয়া মনুষ্যবাহী এবং মানুষ ছাড়া মহাকাশ কর্মসূচি আরম্ভ করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।