কাবুল: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে রোববার একটি জানাজা অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এর মধ্যে একজন পার্লামেন্ট সদস্যও রয়েছেন বলে জানা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, তাখার প্রদেশের তালোকান শহরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বহু মানুষের অংশগ্রহণে একটি জানাজায় গায়ে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। কমপক্ষে ৫০ জন মানুষ আহত হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য মুতালিব বেগ এ হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
গত বছর এই তাখার প্রদেশে বড় ধরনের ধারাবাহিক বোমা হামলার ঘটনা ঘটেছিল।
গত মে তে প্রাদেশিক গভর্নরের কম্পাউন্টে এক আত্মঘাতী হামলায় উত্তর আফগানিস্তানের পুলিশ কমান্ডার নিহত হন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১