ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, ডিসেম্বর ২৫, ২০১১
ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৩

সানা: ইয়েমেনে বিক্ষোভকারীদের ওপর প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত বাহিনীর গুলিতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

রাজধানী সানায় প্রায় এক লাখ মানুষ একটি শান্তিপূর্ণ মিছিলে প্রেসিডেন্ট সালেহর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল।

এসময় নিরাপত্তা বাহিনী বিনা উস্কানিতে তাদের ওপর গুলি চালায়।

স্থানীয় হাসপাতালের একজন কর্মকর্তা রোববার সংবাদ মাধ্যমকে জানান, গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জন বিক্ষোভকারী।

এছাড়া টিয়ার গ্যাসের ধোঁয়ার কারণে ১৫০ জন অসুস্থ হয়ে পড়েন বলে জানান সানার একটি অস্থায়ী হাসপাতালের চিকিৎসক।

বিক্ষোভকারীরা জানায়, টানা চার দিন ধরে প্রায় ৩২০ কিলোমিটার পথ পায়ে হেঁটে লোকজন সানায় আসে। সালেহকে ক্ষমার সুযোগ না দেওয়ার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য তারা এই ব্যতিক্রমী বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভ যখন রাজধানীর দক্ষিণ প্রবেশ মুখে এসে পৌঁছায় তখন এলিট রিপাবলিকান গার্ড জনতার ওপর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি বর্ষণ করে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে তারা টিয়ার গ্যাস এবং জল কামানও ব্যবহার করে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।