ঢাকা: এক মার্কিন কিশোর সবচেয়ে কমবয়সী পর্বতারোহী হিসেবে ৭ মহাদেশের অন্তর্গত ৭টি সর্বোচ্চ পর্বত শৃঙ্গে আরোহন করার রেকর্ড করেছেন।
জর্দান রোমেরো নামে ১৫ বছর বয়সী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ান এই কিশোর শনিবার অ্যান্টাটির্কা মহাদেশের এমটি ভিনসন ম্যাসিফ পর্বত শৃঙ্গে আরোহন করেন।
পবর্ত জয় করার পর তার দল আশা প্রকাশ করছে যে, রোববার তারা তাদের বেসক্যাম্পে নেমে আসতে পারবেন। পর্বতারোহী দলে জর্দানের বাবা ও সৎ মাও রয়েছেন বলে জানায় সংবাদমাধ্যম।
মাত্র ১০ বছর বয়সে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমানজারো জয় করার মাধ্যমে জর্দান রোমেরোর এই সাফল্য গাথা শুরু হয়। এর পর মাত্র ১৩ বছর বয়সে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে বিস্ময়ের সৃষ্টি করেন তিনি এবং সবশেষ শনিবার তিনি অ্যান্টাটির্কা মহাদেশের এমটি ভিনসন ম্যাসিফ পর্বত শৃঙ্গে আরোহন করে রেকর্ড গড়েন।
এরপর তিনি তার মাকে জানান, তিনি অ্যান্টার্টিকার ভিনসন ম্যাসিফ শৃঙ্গে উঠেছেন।
জর্দান তার সাফল্যের পথে ব্রিটিশ পবর্তারোহী জর্জ অ্যাটকিন্সনের করা এর আগের রেকর্ড ভাঙেন। জর্জ অ্যাটকিন্সন গত মে মাসে ১৬ বছর বয়সে সবচেয়ে কমবয়সে সবমহাদেশের শীর্ষ পর্বত চুড়ায় উঠে সবচেয়ে কমবয়সে এই কীর্তি করার রেকর্ড করেছিলেন।
এ ছাড়া এই কীর্তির পথে জর্দান রোমেরো অন্যান্য যে সব পর্বত শীর্ষে আরোহন করেন সেগুলো হচ্ছে- রাশিয়ার মাউন্ট এলব্রাস (২০০৭ সালের জুলাই), আর্জেন্টিনার মাউন্ট অ্যাকোনকাগুয়া (২০০৭ সালের ডিসেম্বর), যুক্তরাষ্ট্রের মাউন্ট ম্যাককিনলে (২০০৮ সালের জুন) ও ইন্দোনেশিয়ার কার্সটানপিরামিড (২০০৯ সালের সেপ্টেম্বার) ।
জর্দান গত ২০০৭ সালের এপ্রিলে অষ্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বত কোসিয়াসকোর সর্বোচ্চ শৃঙ্গেও ওঠেন।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১১