বাগদাদ: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে মধ্য বাগদাদে এই বোমা হামলার ঘটনা ঘটে।
বোমা হামলায় নিহতের পাশাপাশি ২৭জন আহত হয়েছেন। বাগদাদের বাব আল সারজি এলাকাতে এই বোমা হামলা হয়। ঘটনা পরবর্তীতে আহতদের পাশ্বর্বর্তী আল কিনদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পাঁচ জন মারা যায়।
তবে হামলার জন্য কারা দায়ি তা এখনও জানা যায়নি। এছাড়াও কোনো পক্ষও এই হামলার দায়-দায়িত্ব এখন পর্যন্ত স্বীকার করেনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানায়, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল ফটক দিয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়ে হামলাকারীরা। ফটক প্রহরীদের চোখে ফাঁকি দিয়ে এই বোমা হামলা চালানো হয়েছে। ’
মাত্র কয়েকদিন আগেই বাগদাদে সিরিজ বোমা হামলায় ৬০ জন মানুষ নিহত হয়েছে।
ইরাকের সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাশেমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকেই দেশটিতে অস্থিতিশীল অবস্থার বিরাজ করছে। হাশেমির নিয়ন্ত্রনে একটি আত্মঘাতী সন্ত্রাসী বাহিনী রয়েছে বলে সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট অভিযোগ আনেন। যদিও হাশেমি এই অভিযোগ অস্বীকার করেছে।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১