ইসলামাবাদ: নিরাপত্তার অংশীদার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কাটছাঁট করে গোপন সম্পর্ক রাখতে চায় যুক্তরাষ্ট্র। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ন্যাটো বিমান হামলায় পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে অবনতি ঘটে।
ওই হামলায় প্রেক্ষিতে পাকিস্তান তার দেশে থেকে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রকে বিমানঘাটি ব্যবহার করতে নিষেধ করে দেয়। পাকিস্তানে মার্কিন বাহিনী নিয়ন্ত্রানাধীন সবচেয়ে বড় বিমানঘানি শামসি ছেড়ে চলে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র।
পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র উভয়েই জানায়, ‘সম্প্রতি পাকিস্তানে ড্রোন হামলা চালানোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যার কারণে আগের মতো ড্রোন বিমান পরিচালনা করা যাচ্ছিল না। এমনকি আফগানিস্তানে মিত্র বাহিনীর রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয় পাকিস্তান। ’
তবে পাকিস্তানে এসব ঘটনার জবাব দিতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দেওয়া বিভিন্ন আর্থিক সহায়তা বন্ধ করে দেয়।
যুক্তরাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘নাইন ইলেভেন পরবর্তী অধ্যায় আমরা সমাপ্ত করেছি। পাকিস্তান আমাদের পরিস্কার ভাবেই জানিয়ে দিয়েছে যে, পাকিস্তান পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে পুণর্মূল্যায়ন করতে চায়। আর তাই আমরাও নতুন করে ভাবছি সম্পর্কের ব্যাপারে। ’
২৬ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ওবামা প্রশাসন ব্যাপক বেকায়দায় পড়ে যায়। পাকিস্তান আফগানিস্তানে রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয়। এছাড়াও জার্মানিতে আফগানিস্তান বিষয়ক সম্মেলন বয়কট করে পাকিস্তান।
পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক মুজাহিদ হুসেইন সায়েদ বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদেরকে বৃষ্টিতে ভেজা মেয়ের মতো মনে করছে। আর সেই রকমই আচরণ করছে আমাদের সঙ্গে। ’
সিআইএ পাকিস্তানে চলতি বছরে ড্রোনের সাহায্যে মোট ৬৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগের বছর তারা হামলা চালায় ১১৭ টি। ২০১০ সালের তুলনায় ২০১১ সালে ড্রোন হামলার পরিমান কম। কারণ চলতি বছরে পাকিস্তানে ড্রোন হামলার বিরুদ্ধে সবচেয়ে বেশি বিক্ষাভ হয়েছে। ইসলামাবাদের রাস্তায় হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
আর এই ঘটনায় একদিকে যেমন পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চুড়ান্ত টানাপোড়েন শুরু হয়। অন্যদিকে পাকিস্তানে ক্ষমতাসীন দলের পক্ষে দেশবাসীর কাছে জনপ্রিয়তা টিকিয়ে রাখাও কষ্টকর হয়ে দাড়িয়েছে। কারণ বর্তমান সরকারের বিরোধী নেতা ইমরান খান সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা লাভে সমর্থ হয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘আমরা নিশ্চিত নয় পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ব্যাপারে। কিন্তু এখনও আমরা আশাবাদী। তবে এরজন্য আমাদের কাজ করতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১