ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তান ছেড়ে আফ্রিকার দিকে যাচ্ছে আল কায়েদা: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, ডিসেম্বর ২৬, ২০১১
পাকিস্তান ছেড়ে আফ্রিকার দিকে যাচ্ছে আল কায়েদা: রিপোর্ট

লন্ডন: পাকিস্তানে নেতৃস্থানীয় কয়েকজন নেতা মারা যাওয়ায় অস্তিত্বের সংকটের মধ্যে পড়েছে আল কায়েদা। নিহতদের মধ্যে অন্যতম হলেন ওসামা বিন লাদেন।

আর তাই পাকিস্তান ছেড়ে আফ্রিকার দিকে চলে যাচ্ছে আল কায়েদা। সোমবার একটি গণমাধ্যমের এক রিপোর্টে এতথ্য উঠে এসেছে।
 
আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের মতে, ‘যুক্তরাজ্যের কর্তৃপক্ষ বিশ্বাস করছে আগামী ২০১২ সালের মধ্যে পাকিস্তান ছেড়ে আল কায়েদার অন্যান্য উচ্চপদস্থ নেতারা চলে যাবে। কারণ ড্রোন হামলায় তারা তাদের অনেক নেতাকে হারিয়েছে। যারা জীবিত আছেন তারাও বেশ হুমকির মধ্যেই আছেন। ’

গত মে মাসের ২ তারিখ আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের গ্যারিসন নগরী অ্যাবোটাবাদে হত্যা করা হয়। মার্কিন নেভি সিল বাহিনী এক গোপন অভিযানের মাধ্যমে তাকে হত্যা করে।
 
সূত্র মতে, ‘আল কায়েদার নতুন নেতারা তাদের নতুন জায়গা হিসেবে বেছে নিচ্ছে লিবিয়াকে। আর এরফলে ভয়ের মুখে পড়ছে উত্তর আফ্রিকা। আফগানিস্তানের কুনার প্রদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক আল কায়েদা সদস্য উত্তর আফ্রিকায় পাড়ি জমিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের কিছু দেশেও তারা ছড়িয়ে পড়ছে। ’
 
গণমাধ্যমটির রিপোর্টে আরও বলা হয়, ‘আফগানিস্তান এবং পাকিস্তান ছেড়ে আল কায়েদা চলে যাচ্ছে। আর এর প্রধান কারণ হতে পারে যৌথ বাহিনীর হামলার মুখে টিকতে না পেরে তারা চলে যাচ্ছে। তবে অন্যদিকে কৌশলগত কারণেও তারা চলে যেতে পারে। কারণ আরব বসন্ত পরবর্তীতে অভ্যুত্থান হওয়া দেশগুলোতে নিজেদের অবস্থান সুসংহত করতেও তারা যেতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।