ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্রান্স থেকে দুইটি গোয়েন্দা বিমান কিনবে দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, ডিসেম্বর ২৬, ২০১১
ফ্রান্স থেকে দুইটি গোয়েন্দা বিমান কিনবে দ. কোরিয়া

সিউল: ফ্রান্স থেকে দুইটি গোয়েন্দ‍া বিমান কিনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এই বিমানগুলো রেডিওর বার্তা এবং ক্ষেপণাস্ত্র হামলার আগাম বার্তা দিতে পারবে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা থেকে সোমাবার এবিষয়ে বিস্তারিত জানানো হয়।
 
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ‘আগামী ২০১৭ সাল নাগাদ ফ্রান্সের দাসাল্ট সংস্থা থেকে ফ্যালকন-২০০০ বিমান পাওয়া যাবে। আর এই বিমান দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীতে সংযোজন হলে আরসি-৮০০এস বিমানের জায়গা দখল করবে। ’

আরসি-৮০০এস বিমান নির্মাতা দেশ হলো যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থাটি আরও জানায়, ‘আরসি-৮০০এস’এর তুলনায় ফ্যালকন-২০০০ অনেক বেশি কার্যকরী। অনেক বেশি যন্ত্রপাতি এবং দীর্ঘসময় ধরে চলাচল করতে পারে ফ্যালকন। ’
 
দক্ষিণ কোরিয়া সাধারণত প্রতিরক্ষা সরঞ্জামাদি যুক্তরাষ্ট্র থেকেই ক্রয় করে। যুক্তরাষ্ট্রে ওপর থেকে নির্ভরশীলতা কমাতেই দক্ষিণ কোরিয়া এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানায় বার্তা সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।