ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীন এবং জাপানের মুদ্রা বিনিময় চুক্তি পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, ডিসেম্বর ২৬, ২০১১
চীন এবং জাপানের মুদ্রা বিনিময় চুক্তি পরিকল্পনা

সাংহাই: চীন এবং জাপান তাদের প্রতিষ্ঠানের খরচ কমানো ও বাণিজ্য বাড়ানোর জন্য সরাসরি মুদ্রা বিনিময়ের পরিকল্পনা হাতে নিয়েছে।

আর এই চুক্তির ফলে উভয় দেশের সংস্থাগুলো সরাসরি তাদের মুদ্রা বিনিময় করতে পারবে।



বর্তমানে উভয় দেশকে তাদের মুদ্রায় পরিবর্তনের পূর্বে ডলারে পরিবর্তন করতে হয়। যার ফলে তাদের গুনতে হয় কিছু বাড়তি অর্থ।

ইউয়ানের মূল্য ধরে রাখার জন্য আন্তর্জাতিকভাবে নেয়া চীনের এটি সর্বশেষ পদক্ষেপ।

ব্লুমবার্গ সংবাদ সংস্থাকে আইএইচএসের রেন জিংয়ানফেং বলেন, এশিয়ার অর্থনৈতিক শক্তিশালি দুটি দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর জন্য এর চেয়ে অর্থবহ আর কোন চুক্তি আগে হয়নি।

চীন হলো জাপানের বৃহত্তম বানিজ্যিক অংশিদার। জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার হিসেব অনুযায়ি ২০১০ সালে এই দুই দেশের মধ্যে ২৬ দশমিক ৫ ট্রিলিয়ন বাণিজ্য হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।