ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টফর তথ্য কেন্দ্র হাজার হাজার ই-মেইলের ঠিকানা,পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য হ্যাক করেছে। নামহীন একদল হ্যাকার সোমবার এ দাবি জানায়।
হ্যাকাররা দাবি করেন, তারা এটি করতে সক্ষম হয়েছেন কারণ স্টার্টফর এগুলোকে সংরক্ষণ করেনি।
হ্যাকাররা আরও জানায়, ‘তারা যে সকল তথ্য হ্যাক করেছেন তার মধ্যে মার্কিন প্রতিরক্ষা বিভাগ,আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়া সংস্থার তথ্য রয়েছে, যারা মূলত তাদের গ্রাহক। ’
তবে অস্টিনভিত্তিক এই সংস্থা বলছে, তারা এখন তাদের প্রতিদিনের কার্যকলাপ এমনকি মেইল পাঠানো পর্যন্ত বন্ধ রেখেছে।
হ্যাকারদের একজন এক অনলাইন বার্তায় অভিযোগ করে বলেন, তারা স্টার্টফোরের গ্রাহকদের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করেছে যার মাধ্যমে তারা এক মিলিয়নেরও বেশি অর্থ তাদের কাছ থেকে সংগ্রহ করবে এবং এই অর্থ তারা বিভিন্ন দাতব্য সংস্থায় দান করবে।
সংস্থাটি আরও জানায়, ‘এখানে হয়তো অল্প কয়েকজন সদস্যের নাম রয়েছে যারা আমাদের প্রকাশনা কিনেছেন কিন্তু এতে তেমন গুরুত্বপূর্ন কিছু নেই যা আমাদের সাথে সম্পর্ক রয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১