টেক্সাস: বড়দিনের উৎসব পালন করা হলো না টেক্সাসের এক পরিবারের সাত সদস্যের। নিজ ফ্লাটেই গুলিতে নির্মমভাবে খুন হয়েছেন তারা।
রোববার ডালাসের টাউন পুলিশ একটি ফ্লাট থেকে ওই লাশগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে চারজনই নারী এবং তিনজন পুরুষ।
টাউন পুলিশ সূত্র জানায়, ‘নিহত ব্যক্তিদের মধ্যে একজনই সবাইকে হত্যা করে নিজেও আত্মহত্যা করতে পারে। হত্যাকারী একজন পুরুষ। ’
পুলিশ সার্জেন্ট রবার্ট এবারলিং বলেন, ‘এই এলাকায় বড়দিনের উৎসবের সময়ে আর এরকম ঘটনা ঘটেনি। ফ্লাট থেকে দুইটি পিস্তল পাওয়া গেছে। তবে প্রতিবেশিরা কেউই গুলির আওয়াজ পায়নি। ’
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১