ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

টেক্সাসে এক পরিবারের সাত সদস্য খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, ডিসেম্বর ২৬, ২০১১
টেক্সাসে এক পরিবারের সাত সদস্য খুন

টেক্সাস: বড়দিনের উৎসব পালন করা হলো না টেক্সাসের এক পরিবারের সাত সদস্যের। নিজ ফ্লাটেই গুলিতে নির্মমভাবে খুন হয়েছেন তারা।


 
রোববার ডালাসের টাউন পুলিশ একটি ফ্লাট থেকে ওই লাশগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে চারজনই নারী এবং তিনজন পুরুষ।

টাউন পুলিশ সূত্র জানায়, ‘নিহত ব্যক্তিদের মধ্যে একজনই সবাইকে হত্যা করে নিজেও আত্মহত্যা করতে পারে। হত্যাকারী একজন পুরুষ। ’

পুলিশ সার্জেন্ট রবার্ট এবারলিং বলেন, ‘এই এলাকায় বড়দিনের উৎসবের সময়ে আর এরকম ঘটনা ঘটেনি। ফ্লাট থেকে দুইটি পিস্তল পাওয়া গেছে। তবে প্রতিবেশিরা কেউই গুলির আওয়াজ পায়নি। ’

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।