ওয়াশিংটন: বিশ্বজুড়ে সাড়া জাগানো ভিন্ন ধারার গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত করা হতে পারে। গোপন সামরিক তথ্য চুরির সঙ্গে তার জড়িত থাকার নতুন প্রমাণ হাজির করেছে মার্কিন আদালত।
আইনজীবীরা অনলাইন চ্যাটের একটি রেকর্ড সংগ্রহ করেছে। আইনজীবীদের দাবি, তাদের সঙ্কলিত রেকর্ডে তারা প্রমাণ পেয়েছেন, পাসওয়ার্ড ভেঙে মার্কিন সামরিক বাহিনীর নেটওয়ার্কে কীভাবে ঢোকা যায় সে ব্যাপারে ব্র্যাডলি ম্যানিংকে নির্দেশনা দিয়েছেন অ্যাসাঞ্জ।
ব্র্যাডলি ম্যানিংয়ের বিচারপূর্ব এক ঘণ্টাব্যাপী একটি শুনানিতে এই অভিযোগ আনেন আইনজীবিরা। ম্যানিংয়ের বিরুদ্ধে অভিযোগ, সাত লাখ নথি চুরি করে উইকিলিকসে আপলোড করেছেন তিনি।
এসময় গুয়ানতানামো কারাগারে বন্দি সন্দেহভাজন একজনের ব্যক্তিগত মেকিনটোশ ল্যাপটপ থেকে এ সংক্রান্ত নতুন তিনটি গোপন নথির অংশ বিশেষ উপস্থাপন করেন আইনজীবীরা।
আইনজীবীদের বক্তব্য, ‘একটিতে ওই ব্যক্তি অ্যাসাঞ্জের কাছে পাসওয়ার্ড ভাঙার কৌশল জানতে চেয়েছেন। অন্যটিতে অ্যাসাঞ্জকে বলা হয়, ‘আমার কাছে যা ছিল তার সবই আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আপলোড প্রায় ৩৬ শতাংশ হয়ে গেছে। ’
এর উত্তরে অ্যাসাঞ্জ দু’বারই বলেছেন ‘ওকে...গ্রেট’।
এই ব্যক্তিকে ব্র্যাডলি ম্যানিং বলে সন্দেহ করা হচ্ছে।
তবে অ্যসাঞ্জ ওই ব্যক্তির সঙ্গে সরাসরি যোগযোগের কথা অস্বীকার করেছেন। কিন্তু আইনজীবীদের দৃঢ় বিশ্বাস, এই প্রমাণ সাপেক্ষে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে আনা যাবে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১