পিয়ংইয়ং: নানা বিতর্কের পর অবশেষে প্রয়াত নেতা কিম জং ইলের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উত্তর কোরিয়া গেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি লি হি হো।
সোমবার শ্রদ্ধা প্রদর্শনের জন্য একটি প্রতিনিধি দল নিয়ে দুই দেশের সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করেন তিনি।
প্রতিনিধি দলে দক্ষিণ কোরিয়ার প্রয়াত সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জংয়ের ৮৯ বছর বয়সী বিধবা স্ত্রী লি হি হোর সঙ্গে বিশ্বের খ্যাতনামা দক্ষিণ কোরীয় কোম্পানি হুন্দাইয়ের বর্তমান চেয়ারওম্যান হাইউন জাং ইউনও রয়েছেন।
দু’দিনের সফরে আসা এই প্রতিনিধি দলটি কিম জং ইলের প্রতি শেষ শ্রদ্ধা প্রদশর্নের পাশাপাশি উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তবে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় দেশটির বর্তমান নেতা কিম জং উন উপস্থিত থাকবেন কি না জানা যায়নি।
দুই কোরিয়ার উত্তেজনাময় সম্পর্কের ইতিহাসে বিরল এই সফরে দক্ষিণের প্রতিনিধিরা দুই কোরিয়ার পারস্পরিক সর্ম্পক উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
‘আমি আশা করি, উত্তরে আমাদের এই সফর উত্তর এবং দক্ষিণের পারস্পরিক সম্পর্ককে উন্নয়নের দিকে নিয়ে যাবে। ’ উত্তর কোরিয়ার প্রবেশের ঠিক আগে দুই দেশের সীমান্তে এভাবেই অনুভূতি ব্যক্ত করেন দক্ষিণের সাবেক র্ফাস্ট লেডি লি হি হো।
বিবদমান দুই কোরিয়ার মধ্যে ইতিহাসের প্রথম আন্তঃকোরীয় সংলাপ অনুষ্ঠিত হয় ২০০০ সালে দেশ দুটির প্রয়াত দুই নেতা কিম দায়ে জং এবং কিম জং ইলের মধ্যে।
এছাড়া হুন্দাই কোম্পানি দুই কোরিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠায় অন্যতম পথিকৃৎ।
৫৬ বছর বয়সী হুন্দাইয়ের বর্তমান চেয়ারওম্যান হান অবশ্য অতীতে বেশ কয়েকবার উত্তরের প্রয়াত নেতা কিম জংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এই দুই নারীর স্বামীদের মৃত্যুর সময় অবশ্য উত্তর কোরিয়া শেষ শ্রদ্ধা প্রর্দশনের জন্য দক্ষিণ কোরিয়ায় প্রতিনিধি দল পাঠিয়েছিল।
প্রতিনিধি দলটি কিম জং ইলের প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করে আগামী মঙ্গলবার স্বদেশে ফিরে যাবে। বুধবার কিম জংয়ের আনুষ্ঠানিক শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এর আগে দক্ষিণ কোরিয়া থেকে অনেকেই উত্তরের প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা প্রর্দশনের জন্য দেশটিতে প্রবেশ করতে চাইলেও দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ মাত্র দুটি প্রতিনিধি দলকে সফরের অনুমতি দেয়।
উত্তর কোরিয়ার প্রয়াত সর্বোচ্চ নেতা কিম জং ইল গত ১৭ ডিসেম্বরব ৬৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১