জেরুজালেম: ফিলিস্তিন-ইসরায়েল সমঝোতার উদ্যোগকে অগ্রাহ্য করার অভিযোগে ফিলিস্তিনী কর্তৃপক্ষকেই দোষারোপ করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদর লিবারমান।
বর্তমান সময়ে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা অসম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে ফিলিস্তিনের সঙ্গে খুব শিগগির কোন শান্তিচুক্তিতে পৌছাঁনো যাবে না। ’
গত রোববার ইসরায়েল অধিকৃত জেরুজালেমে ইসরায়েলি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে লিবারমান বলেন, ‘আপনি ভূমিকম্পের সময় নতুন কোন ভবনের ভিত্তি স্থাপন করতে চান?’
‘শান্তির জন্য ইসরায়েলের সামনে ফিলিস্তিনের পক্ষে কোনও সত্যিকার সহযোগী নেই’ উল্লেখ করে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘শান্তির পক্ষে আমাদের কোনও সহযোগী নেই... আবু মাজেন (আব্বাস) সময়ের সঙ্গে সঙ্গে প্রমাণ করছেন তিনি আর কোনও কিছু অংশীদার নন। ’
ইসরায়েলের এই কট্টর ডানপন্থী নেতা ‘ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের মূল কথা হল সংঘাতকে নিয়ন্ত্রণ করা, এর সমাধান করা নয়’- তার এই মনোভাব পুনর্ব্যক্ত করেছেন।
ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনার ব্যাপারে তিনি বরাবরই প্রকাশ্যেই সংশয়বাদী ছিলেন। গত রোববারও একই ধরনের কথা বলেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১