সিউল: লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে (এলসিডি) মনিটর বা টিভি প্রস্তুতের যৌথ উদ্যোগ থেকে সনির পুরো শেয়ার কিনে নিচ্ছে স্যামসাং।
দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং এ ব্যাপারে জানিয়েছে, সম্পূর্ণ শেয়ারের বিনিময়ে তারা সনিকে নগদ ৯৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার দেবে।
সনি তার টেলিভিশন বাণিজ্য নতুন করে সাজানোর চিন্তা করছে আর এমন সময় এই উদ্যোগটি নেওয়া হল।
গত সাত বছর ধরে টেলিভিশন বাণিজ্যে লোকসান গুণছে সনি।
অন্যদিকে টেলিভিশন এবং এলসিডি ফ্ল্যাট মনিটর প্রস্তুতের ক্ষেত্রে স্যামসাংয়ের সুনাম বিশ্বব্যাপী।
স্যামসাং ইলেকট্রনিক্সের এক বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগের ফলে সনির এস-এলসিডি কর্পোরেশন ও এবং দুই কোম্পানির যৌথ উদ্যোগের এলসিডি পেনেলের পূর্ণ মালিকানা পাবে স্যামসাং।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১