লন্ডন: ওজনে হালকা এবং স্থায়িত্ব বাড়াতে ব্যাটারিতে জ্বালানি হিসেবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের পরিকল্পনা করছে অ্যাপল। এর ফলে আইফোন এবং আইপডের মতো অ্যাপলের জনপ্রিয় ইলেক্ট্রনিক ডিভাইসগুলোতে একবার চার্জ দিলে টানা এক সপ্তাহ নিশ্চিন্ত থাকা যাবে!
এ উদ্দেশ্যে অ্যাপল সম্প্রতি তাদের পণ্যের জন্য নতুন শক্তি উৎস তৈরির প্যাটেন্ট চেয়ে আবেদন করেছে।
আবেদনপত্রে অ্যাপল রিচার্জ ছাড়াই টানা কয়েক দিন বা সপ্তাহ ধরে তাদের ইলেকট্রনিক পণ্যে শক্তি সরবরাহের ব্যবস্থা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
আবেদনপত্রে বলা হয়, ‘এ ধরনের ব্যাটারি এবং এতে ব্যবহৃত জ্বালানি প্রচুর শক্তি উৎপাদন ও ধারণ করতে পারবে। এই শক্তি দিয়ে বহনযোগ্য ইলেকট্রনিক ডিভাইসগুলো রিফুয়েলিং ছাড়াই কয়েক সপ্তাহ ধরে চলবে। ’
তবে শুধু ব্যটারির ওজন কমানোই এই উদ্যোগের উদ্দেশ্য নয় বরং হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের ফলে এটি পরিবেশ বান্ধবও হবে।
সাধারণ ব্যাটারিতে যে রাসায়নিক ব্যবহার করা হয় তা প্রায়ই বিষাক্ত বা পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু ব্যাটারিতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহারের এই নতুন প্রযুক্তির উপজাত হবে শুধুই পানি আর বৈদ্যুতিক শক্তি।
এই প্রযুক্তি সফলভাবে কাজে লাগাতে পারলে জীবাশ্ম জ্বালানি থেকে আধুনিক বিশ্বের নির্ভরতা অনেকাংশে কমে যাবে। জৈব জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট গ্রিন হাউজ গ্যাসের কারণে পরিবেশ বিপর্যয়ের ভয়ও থাকবে না।
শক্তি উৎস হিসেবে হাউড্রোজেন জ্বালানির ব্যবহার অবশ্য নতুন ধারণা নয়। এর আগেও এটি নিয়ে পরীক্ষা-নীরিক্ষা হয়েছে। অনেকে পরীক্ষামূলকভাবে ব্যবহারও করেছে।
তবে আইপড বা আইফোনের মতো পণ্যে এই প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা হবে রোমাঞ্চকর এবং বেশ উৎসাহব্যাঞ্জক।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১