তেহরান: সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে আরও একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) তৈরি করছে ইরান। নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ইরানের নৌবাহিনীতে একই প্রযুক্তির দ্বিতীয় যুদ্ধজাহাজ।
রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি ইরানের বার্তা সংস্থা ইরনাকে জানান, ডেস্ট্রয়ারটিতে ভূমি থেকে আকাশে, ভূমি থেকে ভূমিতে এবং পানির নিচে অভিযান পরিচালনা করার মতো প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে।
জামারান-২ নামে এই নির্মিতব্য জাহাজটিতে জঙ্গি হেলিকপ্টারে তেল ভরানোর সুবিধাও থাকছে বলে জানান তিনি।
ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একই প্রযুক্তির প্রথম ডেস্ট্রয়ার জামারান-১ বর্তমানে দেশটির দক্ষিণ উপকূল সংলগ্ন সমুদ্রসীমায় চলতি নৌ মহড়ায় নিয়েছে।
পারমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার হুমকির প্রেক্ষিতে দেশটির নৌবাহিনী শনিবার থেকে হরমুজ প্রণালী সংলগ্ন জলসীমায় ১০ দিনব্যাপী নৌ-মহড়া শুরু করেছে ।
বেলায়েত-৯০ নামে এই ব্যাপকভিত্তিক মহড়া বর্তমানে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্ব থেকে শুরু হয়ে এডেন উপসাগর পর্যন্ত ২ হাজার কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে চলছে।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১