ইসলামাবাদ: ক্রিকেট কিংবদন্তী এবং পাকিস্তানের অন্যতম বিরোধী রাজনীতিক ইমরান খানের সমর্থনে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে করাচিতে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার অনুষ্ঠিত এই র্যালিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের অবস্থান আরও শক্তিশালী হল।
২০১৩ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনের প্রেক্ষিতে ইমরান খানের পক্ষে গণজোয়ার তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে লাখো মানুষের উদ্দেশে ইমরান বলেন, তার উদ্দেশ্য হল পাকিস্তানকে একটি ইসলামি কল্যাণরাষ্ট্রে পরিণত করা, যেখানে নাগরিকরা সমানভাবে শিক্ষা স্বাস্থ্য এবং ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবে।
পাকিস্তানের বর্তমান শাসন পদ্ধতি নাগরিকদের জন্য একই ধরনের সুযোগ রাখার ব্যবস্থা থাকলেও ইমরান অভিযোগ করেন, পাকিস্তানে যাদের এই সুবিধাগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন, তারাই এসব সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই বৈষম্যের জন্য বর্তমান শাসকদের শাসন পদ্ধতিকেই দায়ী করেন তিনি।
ইমরান বলেন, ইসলামি শাসনব্যবস্থার মূল কথা মানবতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা। তিনি অঙ্গীকার করেন, তার দল ক্ষমতায় আসতে পারলে দায়িত্ব নেওয়ার প্রথম ৯০ দিনের মধ্যেই প্রশাসনিক দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করা হবে।
তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান পাকিস্তানের অবহেলিত বালুচদের ক্ষমতাশীলতার প্রশংসা করে বলেন, তার দল ক্ষমতায় আসতে পারলে অবহেলিত বেলুচিস্তানে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হবে।
ইমরানের খানের পরবর্তী রাজনৈতিক র্যালি অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চে বেলুচিস্তানের রাজধানী কোয়েটাতে।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১১