ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে তেল উত্তোলন করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, ডিসেম্বর ২৭, ২০১১
আফগানিস্তানে তেল উত্তোলন করবে চীন

কাবুল: আফগানিস্তানে তেল উত্তোলন ও পরিশোধনের অনুমতি পেয়েছে চীন। এ উপলক্ষে আফগানিস্তান ও চীনের মধ্যে একটি চুক্তি হয়েছে।



আফগানিস্তানের মন্ত্রিসভা থেকে এ অনুমতি দেওয়া হয়েছে। দেশটির আমুদরিয়া বেসিন থেকে তেল উত্তোলন করবে চীন।

ধারণা করা হয়, প্রায় ৮৭০ লাখ ব্যারেল তেল মজুদ আছে ওই বেসিনে।

উদ্যোগটি মূলত চীনের। অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় চীনকে এ ধরনের উদ্যোগ নিতে হয়েছে।

খনি মন্ত্রীকে চীনের ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের সঙ্গে করা ওই চুক্তিতে সই করার আদেশ দেওয়া হয়েছে।

আফগান প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।