কাবুল: আফগানিস্তানে তেল উত্তোলন ও পরিশোধনের অনুমতি পেয়েছে চীন। এ উপলক্ষে আফগানিস্তান ও চীনের মধ্যে একটি চুক্তি হয়েছে।
আফগানিস্তানের মন্ত্রিসভা থেকে এ অনুমতি দেওয়া হয়েছে। দেশটির আমুদরিয়া বেসিন থেকে তেল উত্তোলন করবে চীন।
ধারণা করা হয়, প্রায় ৮৭০ লাখ ব্যারেল তেল মজুদ আছে ওই বেসিনে।
উদ্যোগটি মূলত চীনের। অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় চীনকে এ ধরনের উদ্যোগ নিতে হয়েছে।
খনি মন্ত্রীকে চীনের ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের সঙ্গে করা ওই চুক্তিতে সই করার আদেশ দেওয়া হয়েছে।
আফগান প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১