টোকিও: বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে চলমান সংকট নিরসনের জন্য জাপান ও ভারতের মধ্যে নতুন মুদ্রা চুক্তি হয়েছে।
এ চুক্তির ফলে উভয় দেশের মুদ্রা তহবিল শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
জাপানের ইয়েন ও ভারতীয় রুপীর মান ধরে রাখার জন্য এটি করা হচ্ছে।
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থায় জাপানের অর্থমন্ত্রী জুন আজুমি বলেন, এ বিষয়ে সমঝোতা প্রায় শেষ পর্যায়ে। ’
আশা করা হচ্ছে, জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিকো নোডা চলতি সপ্তাহে ভারতে এলে চুক্তিটি স্বাক্ষর হবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তির ফলে উভয় দেশের মুদ্রা শক্তিশালী হবে এবং চলমান অস্থিতিশীল অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে সহজ হবে।
এনএলআই রিসার্চ ইনস্টিটিউটের এক সিনিয়র অর্থনীতিবিদ সুউশি উনু বলেন, ‘ইউরোজোনের অর্থনৈতিক সমস্যার কারণে সারা বিশ্বের অর্থনীতি ঝুঁকিতে রয়েছে। ইউরোপীয় ব্যাংকগুলো তাদের অর্থ তুলো নেওয়ার কারণে বিশ্ব অর্থনীতি ব্যাপক ঝুঁকিতে পড়েছে। এই চুক্তির ফলে উভয় দেশ তাদের অর্থনৈতিক সমস্যা মোকাবেলা করতে সক্ষম হবে।
এর আগে ২০০৮ সালে দুটি দেশের মধ্যে মুদ্রা চুক্তি হয়েছিল, যার মেয়াদ শেষ হয়ে গেছে।
বাঙলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১