অক্সফোর্ড: লন্ডনের ব্যাস্ততম বাণিজ্যিক সড়কে দু’জনকে ছুরিকাঘাতে খুন করার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার স্থানীয় সময় ১টা ৪৫ মিনিটে ফুট লকার স্ট্রিট থেকে ১১ জনকে আটক করা হয়েছে।
ছুরিকাঘাতের শিকার ব্যক্তি স্টার্টফোর্ড প্যালেস থেকে কিছু দূরে মারা যায়।
এর কমপক্ষে পাঁচ ঘণ্টা পর অক্সফোর্ড সার্কাসের কছে ২১ বফর বয়সী এক তরুণও এক ব্যক্তির ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখছে পুলিশ।
ওয়েমিনিস্টারে দায়িত্ব পালনরত একজন পুলিশ কর্মকর্তা জানান, ‘দক্ষিণ লন্ডনে এ রকম অনেক ঘটনা ঘটেছে, যার সাথে এই ঘটনার মিল থাকতে পারে। ’
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১