ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইলের শেষকৃত্য অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে উঃ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, ডিসেম্বর ২৭, ২০১১
ইলের শেষকৃত্য অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে উঃ কোরিয়া

পিয়ংইয়ং: প্রয়াত নেতা কিম জং ইলের শেষকৃত্য অনুষ্ঠানের প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তর কোরিয়ার। শেষকৃত্য অনুষ্ঠানে  দেশটির শাসকেরা লক্ষাধিক নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করবে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।



তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার শুরু হতে যাওয়া শেষকৃত্য অনুষ্ঠান স্বমন্ধে বিস্তারিত কিছু এখনও প্রকাশ করছে না। তবে এটুকু জানা গেছে, অন্ত্যেষ্টিক্রিয়ায় বিদেশি নাগরিকদের উপস্থিত থাকতে দেওয়া হবে না।

বিশ্লেষকরা ধারণা করছেন, কিম জং ইলের শেষকৃত্য অনুষ্ঠান তার বাবা কিম ইল সুংয়ের মতোই জাঁকজমক হবে। ১৯৯৪ সালে উত্তর কোরিয়ার জনক কিম ইল-সুংয়ের মৃত্যু হয়।

শেষকৃত্য অনুষ্ঠানের উদ্দেশ্য হলো, এর মাধ্যমে প্রয়াত নেতার উদ্দেশে সম্মান জানানোর পাশাপাশি বিশ্ববাসীকে দেখানো হবে অভিষিক্ত তরুণ নেতার প্রতি জনগণের আনুগত্য কতটা দৃঢ়।

এ ব্যাপারে সিউল বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ ইয়াং মু জিন বলেন, কিম ইল সুং-এর  মৃত্যুতে ১৯৯৪ সালে সমগ্র পিয়ং ইয়ং জুড়েই জনগন শোক প্রকাশ করেছিল। কিম ইল সুং-এর জন্য মানুষ প্রকৃত আন্তরিকতার সঙ্গেই শোক প্রকাশ করেছিল বলে তিনি মনে করেন।

কিন্তু এবারের শেষকৃত্য অনুষ্ঠানে জনগণকে সমবেত করার উদ্দেশ্য কিছুটা ভিন্ন বলে তিনি মনে করেন।

১৯৯৪ সালের শেষকৃত্য অনুষ্ঠানে জনগনের ব্যাপক অংশ নেওয়ার মাধ্যমে প্রকৃত পক্ষে দেশটির তৎকালীন শাসকেগোষ্ঠী নতুন নেতা কিম জং ইলের প্রতি জনগণের আনুগত্য শক্তিশালী করার উদ্যোগ নেয়। ২০১১ সালে তার  নিজের শেষকৃত্য অনুষ্ঠানে জনগণের ব্যাপক সমাবেশের মাধ্যমে দেশটির শাসকেরা একইভাবে বর্তমান নেতার প্রতি আনুগত্য জোরদারের চেষ্টা চালাবে।

আনুগত্য শক্তিশালী করার ধারাবাহিকতার অংশ হিসেবে ইতিমধ্যে উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির প্রয়াত নেতা কিম জং ইলের ছোট ছেলে কিম জং উনকে মহান উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করেছে।

তবে কিম জং ইল ক্ষমতা নেওয়ার আগে তার বাবার তত্ত্বাবধানে দেশ শাসনের অভিজ্ঞতা অর্জনে প্রায় ২০ বছর প্রস্তুতি নেওয়ার সুযোগ পেলেও তার ছেলে কিম জং-উন অভিজ্ঞতা অর্জনে সময় পেলেন মাত্র তিন বছর।
 
বৃহস্পতিবার দুপুরে সারা দেশ জুড়ে তিন মিনিট নীরবতা পালনের মধ্য মধ্য দিয়ে কিম জং-ইলের শেষকৃত্য অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।