আদ্দিসআবাবা: ইথিওপিয়ার এক আদালতে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে দুই সুইডিশ সাংবাদিককে ১১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের মদত দেওয়া এবং অবৈধভাবে ইথিওপিয়ায় প্রবেশের অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয় বলে জানায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার অভিযুক্ত দুই সুইডিশ ফ্রিল্যান্স সাংবাদিক জোহান পারসন এবং মারটিন শিব্বি কে ১১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালতের বিচারক শেমসু সিরগাগা।
গত সপ্তাহে তাদের বিরুদ্ধে ইথিওপিয়ার আদালতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা করার অভিযোগ আনা হয়।
আটক দুই সাংবাদিক ইথিওপিয়ায় নিষিদ্ধ ঘোষিত একটি সোমালি বিদ্রোহী গ্রুপের সঙ্গে সোমালিয়া থেকে সীমান্ত অতিক্রম করে দেশটিকে প্রবেশ করে।
বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের সময় গত জুলাইয়ের ১ তারিখে এই দুই সুইডিশ সাংবাদিককে ইথিওপিয়ার সেনারা আটক করে।
ইথিওপিয়ান সরকার, ওগাডেন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ( ওএনএলএফ) নামে অভিহিত এই জাতিগত সোমালি বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে একে নিষিদ্ধ করে।
এদিকে সুইডিশ ইউনিয়ন অব জার্নালিস্ট (এসজেএফ) এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত বলে সমালোচনা করে এর তীব্র নিন্দা জানিয়েছে। তারা এ ব্যাপারে সুইডিশ সরকারের হস্তক্ষেপ কামনা করে।
এসজিএফ প্রধান জোনাস নডলিং এক বিবৃতিতে বলেন, ‘তাদেরকে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করে আনার দায়িত্ব এখন সুইডিশ সরকারের।
ইথিওপিয়ার নিয়ন্ত্রনাধীন ওগাডেন অঞ্চলটিতে বিদেশীদের চলাফেরার সুযোগ কঠোর ভাবে নিয়ন্ত্রিত। অভিযুক্ত দুই সাংবাদিক ভিসা ছাড়াই সোমালিয়া থেকে এই এলাকায় প্রবেশ করে।
আদালতে এই দুই সাংবাদিক ওএনএলএফ এর সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করলেও তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের আরোপিত বিদ্রোহীদের কাছ থেকে অস্ত্র প্রশিক্ষন গ্রহণের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১