ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নির্বাচনের ফল পুনর্বিবেচনার দাবি উড়িয়ে দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, ডিসেম্বর ২৭, ২০১১
নির্বাচনের ফল পুনর্বিবেচনার দাবি উড়িয়ে দিলেন পুতিন

মস্কো: নির্বাচনের ফল পুনর্মূল্যায়নের বিরোধী দলগুলোর দাবি সরাসরি নাকচ করলেন রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্ট (ডুমা) নির্বাচনে পুতিনের নেতৃত্বাধীন বর্তমান ক্ষমতাসীন অল ইউনাইটেড পার্টি জয়লাভ করে।

কিন্তু রাশিয়ার বিরোধী দলগুলো এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফল পুনর্বিবেচনার দাবি করে।

মঙ্গলবার পুতিন তার বিরোধীদের এসব দাবি নাকচ করে দিয়ে বলেন, বিক্ষোভকারীদের উদ্দেশ্য স্পষ্ট নয়। এছাড়া বিরোধীদের কোনো নেতা নেই বলেও মন্তব্য করেন পুতিন।

পার্লামেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গত শনিবার রাশিয়ার বিরোধী দলগুলো রাশিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের পর এই প্রথম পুতিন বিরোধীদের উদ্দেশ্যে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

আগামী মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী পুতিন একজন শক্তিশালী প্রার্থী।

তিনি বলেন, নির্বাচনে জিততে তার কোনো ‘চালিয়াতি’র আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই। তার দল জনগণের সমর্থনেই জয়লাভ করে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বিরোধীদের অভিযুক্ত করে বলেন, তারা পার্লামেন্টারি নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার পাঁয়তারা  করছে।

ভোটের ফলাফল পুনর্বিবেচনার বিরোধীদের দাবি অস্বীকার করে পুতিন বলেন, ‘নবনির্বাচিত পার্লামেন্ট তার কাজ ইতিমধ্যেই শুরু করেছে এবং নতুন স্পিকারও নির্বাচিত হয়েছে। ’

তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফলের ব্যাপারে দেশের আইন অনুযায়ী বিরোধীদের সামনে এখন কেবল একটি উপায়ই বাকি আছে, আর তা হলো আদালতে আপিল করা। ’

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।