ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অস্ত্র রপ্তানিবিরোধী আইন শিথিল করল জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, ডিসেম্বর ২৭, ২০১১
অস্ত্র রপ্তানিবিরোধী আইন শিথিল করল জাপান

টোকিও: দেশের বাইরে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত স্নায়ুযুদ্ধ আমলে পাস করা আইনকে সহজ করল জাপান।

মঙ্গলবার জাপানের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, জাপান তার বিদেশে অস্ত্র রপ্তানি সংক্রান্ত পূর্বের অবস্থান থেকে সরে এসে একটি নতুন নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।



অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে জাপানের কয়েক দশক আগে পাস করা আইনের বর্তমান পরিবর্তনই হলো আইনটির সবচেয়ে বিস্তৃত পরিবর্তন-পরিমার্জন।

জাপানি কর্তৃপক্ষের নেওয়া এই পদক্ষেপের ফলে এখন থেকে জাপান অন্য দেশের সঙ্গে যৌথভাবে অস্ত্র নির্মাণ করতে এবং মানবিক কার্যক্রমে ব্যবহারের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারবে।

অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষিতে জাপান তার ক্রমর্বধমান সামরিক ব্যয় কমিয়ে আনতেই এই পদক্ষেপ নিল বলে মনে করছেন বিশ্লেষকরা।  

অন্যান্য রাষ্ট্রের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরির এই পরিকল্পনা জাপানের সামরিক খরচকে কমাতে সাহায্য করবে। এছাড়া এর ফলে দেশটির প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর জন্য অস্ত্রের নতুন বাজার তৈরির সুযোগ বৃদ্ধি পাবে।

সাম্প্রতিক সময়ে পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জাপান যথেষ্ট উদ্বিগ্ন। বিশেষ করে, তারা চীনের বর্তমান সমরসজ্জা বৃদ্ধিতে যথেষ্ট ভীত। এছাড়া উত্তর কোরিয়ার তরফ থেকেও তারা অব্যাহত হুমকির সম্মুখীন।

জাপান সরকারের গৃহীত এই পদক্ষেপের ফলে জাপানের অভ্যন্তরীণ অস্ত্র নির্মাণ শিল্প বলীয়ান হবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।

জাপান মন্ত্রিসভার প্রধান সচিব ওসামু ফুজিমুরা বলেন, আন্তর্জাতিক সমরসজ্জার ক্ষেত্রে জাপানের চারপাশের পরিবেশের সাম্প্রতিক পরিবর্তনের প্রতি দৃষ্টি রেখেই জাপান এই পদক্ষেপ নিয়েছে।

তবে আইনটি সংস্কার করা হলেও এতে পূর্বের মতোই কমিউনিস্ট দেশগুলোর কাছে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া যাদের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ আছে এবং যে সমস্ত পক্ষ আন্তর্জাতিক দ্বন্দ্বে লিপ্ত তাদের ওপরেও অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে জাপানের সরকার।

অস্ত্র রপ্তানির ওপর জাপান সরকারের নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর জাপানের যুদ্ধবিরোধী অবস্থানের প্রতিফল হয়েছিল।

১৯৬০-এর দশকে স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে জাপান অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত এই আইনটি প্রণয়ন করে।

এই আইন অনুসারে জাপান কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে এবং যে সমস্ত পক্ষ আন্তর্জাতিক সংঘাতে লিপ্ত তাদের কাছে অস্ত্র বিক্রি করতে পারত না।

তবে পূর্বে আইনটি একবার সংশোধন করে যুক্তরাষ্ট্র্রের সঙ্গে সমর প্রযুক্তি বিনিময় করাকে অনুমোদন করে জাপান।

উল্লেখ্য জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত মৈত্রী চুক্তিতে আবদ্ধ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।